নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি কাস্টমস ৬ মাসে ১৮৯ কোটি ২০ লাখ টাকার রাজস্ব আয় করেছে

হিলি কাস্টমস ৬ মাসে ১৮৯ কোটি ২০ লাখ টাকার রাজস্ব আয় করেছে

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থ বছরের গত ৬ মাসে ১৮৯ কোটি ২০ লাখ টাকার রাজস্ব আয় করেছে কাস্টমস । হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান জানান, ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ২২৭ কোটি ৮২ লাখ টাকা, ৬ মাসে আদায় হয়েছে ১৮৯ কোটি ২০ লাখ টাকা। আশা করছি নতুন বছরে রাজস্ব আয় আরও বাড়বে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরের জুলাই মাসে হিলি কাস্টমসে রাজস্ব আদায় হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা। আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা। অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা। নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা। এবং ডিসেম্বর মাসে রাজস্ব আদায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা । গত ২০২০-২১ অর্থ বছরে হিলি কাস্টমসের রাজস্ব আদায় ছিলো ৩৯৯ কোটি টাকা।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …