সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

লালপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা উপস্থিত সকলের সাথে পরিচিত হন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, লালপুর থানার ওসি ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, গোপালপুর অনার্স পাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, গৌরীপুর স্কুল এন্ড কলেজের আধ্যক্ষ হযরত আলী, সুগার মিলস্ হাইস্কুল এর প্রধান শিক্ষক গাউছল আজম প্রমুখ।

এসময় বক্তারা উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিভিন্ন দিক তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …