নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নির্বাচনে অনিয়ম হলে কারো চাকরি থাকবে না-ডিসি

নির্বাচনে অনিয়ম হলে কারো চাকরি থাকবে না-ডিসি

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুরে পঞ্চম ধাপের ৫ জানুয়ারির ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। অনিয়ম হলে কারো চাকরি থাকবে না এবং গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিসি, এসপি। এতে সভাপতিত্ব করেন ইউএনও তমাল হোসেন।

এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আক্তার লিপি, এসিল্যান্ড আবু রাসেল, ওসি আব্দুল মতিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …