শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা অনুষ্টিত

নলডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা :
নাটোরের নলডাঙ্গা উপজেলার পঞ্চম ধাপে অনুষ্ঠিত ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নির্বাচন আচরন বিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে, কৃষি সম্প্রসারণ অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কিশোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।এসময় উপজেলার ৫টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আমরা সবাই নিরপেক্ষ নির্বাচন চাই,পুলিশও তাই করেন। যদি কেউ নির্বাচন আচরন বিধি ও আইন শৃংখলা ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। জনগণ যাকে ভাল মনে করবেন তাকেই ভোট দিবেন। এ সময় সব প্রার্থীদের নির্বাচনী আচরন বিধি মেনে চলার আহবান করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, একটি সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নেয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে কোন অনিয়ম, স্বজনপ্রীতি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোন ছাড় দেয়া হবে না। আচরনবিধি সঠিক ভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মহসিন আলী ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুস সালাম । 

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …