রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / শেখ রাসেলের জীবনী অবলম্বনে কাহিনিচিত্র ‘আমি মায়ের কাছে যাবো’

শেখ রাসেলের জীবনী অবলম্বনে কাহিনিচিত্র ‘আমি মায়ের কাছে যাবো’

নিউজ ডেস্ক:

‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে কাহিনি চিত্র ‘আমি মায়ের কাছে যাবো’। এটি মূলত শহীদ শেখ রাসেলের জীবন কাহিনি অবলম্বনে নির্মিত কাহিনি চিত্র। রচনা করেছেন সহিদ রাহমান এবং নাট্যরূপ করেছেন আওরঙ্গজেব। কাহিনি চিত্রটি নির্মাণ করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। 

কাহিনি চিত্রটিতে গীতালি দাশ গুপ্তা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তারিন জাহান এবং শেখ রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী দিহান। এ ছাড়াও কাহিনি চিত্রটিতে সুরুজ আলী চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাশেদা জামান চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম। কাহিনি চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘মহামানবের দেশে গল্প অবলম্বনে আমি মায়ের কাছে যাবো কাহিনি চিত্রটির স্ক্রিপ্টটা খুব সুন্দর। এমন একটি গল্পে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে আমার। আমার বিশ^াস দর্শকদের ভালো লাগবে।’ তারিন জাহান জানান, আগামী বছরের দ্বিতীয় সপ্তাহে এই কাহিনি চিত্রটির প্রিমিয়ার হবে।

আরও দেখুন

মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …