মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় রামিশা কোল্ড স্টোরেজে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ পচা খেজুর উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব খেজুরের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় অভিযুক্ত কোল্ড স্টোরেজকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাপুরে হিমাগারটিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তারের নেতৃত্বে তল্লাশি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় হিমাগারটির তৃতীয় তলায় ৫০০ কার্টুনে মজুদকৃত এসব পচা খেজুর উদ্ধার করা হয়।
এদিকে মেয়াদউত্তীর্ণ পচা খেজুর মজুদ রাখায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ধারায় হিমাগারটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত পচা খেজুর পাশের ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার জানান, হিমাগারটিতে পচা খেজুর আছে এমন তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে খেজুরগুলো উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যেই খেজুরগুলো মজুদ করা হয়েছিল। কোল্ড স্টোরেজটিকে জরিমানার পাশাপাশি খেজুরগুলো নদীতে ফেলা দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।