নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের বড়চৌগ্রাম বেলঘড়িয়া পাড়ায় মেয়ে রুবিনাকে ১০ কাঠা জমি লিখে দেয়ায় ঐ গ্রামের হাজি আশরাফুল ইসলামের তিন পুত্র বাবু মন্ডল, রুস্তম মন্ডল ও বজু মন্ডল পিতা কে ঘরে বন্দী করে লাঞ্ছিত করে। এসময় রুবিনাকে কিল, ঘুসি মেরে আহত করে। পরে কৌশলে রুবিনা পালিয়ে তাঁর মেয়ের বাড়ি সরকারপাড়ায় আশ্রয় নেয়।
জানা যায়, গত মঙ্গলবার মেয়ে রুবিনাকে ১০ কাঠা জমি লিখে দেয়ার কথা শুনে রুবিনার তিন ভাই ও তাদের পুত্র অনধিকার প্রবেশ করে রুবিনার তিনটি গরু, জমি বিক্রির ১ লক্ষ ৫৭ হাজার ও গচ্ছিত ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় রুবিনাকে কিল ঘুষি মেরে জমির দলিল চায়। পিতা আশরাফুল বাধা দিলে তাঁকে হেনস্তা করে। হাজি আশরাফুল ইসলাম বলেন, আমার মেয়ের স্বামী দ্বিতীয় বিয়ে করায় মেয়েটা অসহায় হয়ে পড়ে। আমার কয়েকটি ভিটে বাড়ি আছে জন্য তাঁকে থাকার জন্য একটু জমি লিখে দেয়ায় তারা মেনে নিতে পারেনি জন্য এসব কাজ করেছে। আমি হতবাক বাবা। আমার আরো জমিজমা আছে। তাদের হক তাদের দিবো।
রুবিনা বেগম জানান, আমার তিনটি মেয়ে। স্বামী আমাকে দেখভাল না করায় বাবার ভিটে আশ্রয় নিয়েছি। পাশাপাশি বাবাকে দেখা শোনা করি। আমার উপর এমন জুলুম করবে ভাবতে পারিনি। আমার গরু, টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। সরেজমিনে গিয়ে দেখা যায় রুবিনা বেগম যে বাড়িতে থাকতো, সে বাড়ি তালা দিয়েছে তার ভাইয়েরা। প্রতিবেশীরা ঘটনার সত্যটা জানান।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …