বুধবার , জানুয়ারি ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরে বাস চাপায় এক পথচারী নিহত

নাটোরে বাস চাপায় এক পথচারী নিহত



নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বাস চাপায় সানোয়ারুল ইসলাম (২২) নামের এক পথচারী নিহত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে গুরুদাসপুর থানার ধারাবারিষা ইউনিয়ন দাদুয়া পশ্চিম পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সানোয়ারুল ইসলাম দাদুয়া পশ্চিম পাড়া এলাকার মৃত-তোফাজ্জল হোসেনের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পৌনে নয়টার দিকে গুরুদাসপুর নয়াবাজার বিশ্বরোড মোড় নামক স্থানে রাস্তা পার হওয়ার সময়, ঢাকা হইতে রাজশাহী গামী মিন্টু পরিবহনের একটি যাত্রীবাহী বাস সানোয়ারুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও দেখুন

সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …