নিজস্ব প্রতিবেদক:
আত্মকর্মস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নাটোরে ১৬ জনকে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদের নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ তাঁর নিজস্ব কার্যালয়ে এসব সহায়তা হস্তান্তর করেন। অনুষ্ঠানে নাটোর জেলার নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা এলাকার নয়জন মহিলাকে সেলাই মেশিন এবং সাতজনকে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। সংসদ সদস্য রত্না আহমেদ তাঁর ঐচ্ছিক তহবিল থেকে এই সহায়তা প্রদান করেন।
সংসদ সদস্য রত্না আহমেদ বলেন, নির্বাচনী এলাকার অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …