রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

গুরুদাসপুরে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী আয়ুব আলীর সমর্থকরা। শুক্রবার বিকেলে নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভন্ন সড়ক প্রদক্ষিন করে পুণরায় পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আয়ুব আলী জানান, কোনরকম যাচাই বাছাই না করেই একজন যুদ্ধাপরাধীর ছেলে ও প্রতারণা মামলার আসামী শরিফুল ইসলামকে নৌকার প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। যা প্রকৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যথিত করেছে। তাই অবিলম্বে এই মনোনয়ন বাতিলের দাবী জানান তিনি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …