রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / জাতীয় / সিংড়ায় প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীরা দেখালো নাচ, গাইলো গান

সিংড়ায় প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীরা দেখালো নাচ, গাইলো গান

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র‍্যালীর আয়োজন করা হয়। প্রতিবন্ধী দিবস উপলক্ষে দেশের গানের সাথে নাচ দেখালো ও গান গাইলো প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহেল আহমেদ জীবন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, শিক্ষক রুমা খাতুন, ফুলবানু, সাংবাদিক আবু জাফর সিদ্দিকী, অভিভাবক সদস্য আঃ সালাম, কিয়াম কারিকর প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের সম্পদ, তারা ও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কর্মক্ষেত্রে ভূমিকা রাখছে। চলনবিলের সিংড়ায় একমাত্র এই বিদ্যালয় জাতীয়করণ এর দাবি জানিয়েছেন বক্তারা।

আরও দেখুন

উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর …