নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেছে এক কলেজ ছাত্রের। মঙ্গলবার ৩০ নভেম্বর ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের গাঁমাথাল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইমন। সে ঈশ্বরদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং একই ইউনিয়নের শাকরেগাড়ি এলাকার সিরাজুল প্রামানিকের ছেলে। নিহত ইমন সেনাবাহিনীতে প্রশিক্ষাণের জন্য সাঁতার শিখতে গিয়েছিল বলে জানা যায়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে তিন বন্ধু উক্ত ডোবায় সাঁতার শেখার জন্য নামে। মধ্যডোবায় গিয়ে ইমনের হাত থেকে জার্কিন সরে গেলে ইমন ডুবে যায়। পরে তার বন্ধুরা চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনি। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলেও তাকে সনাক্ত করতে পারে নি ফায়ার সার্ভিস দল। পরে সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবুরি দল এসে ইমনের মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী ওয়ার হাইজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ইমনের সন্ধানে রাজশাহী থেকে ডুবুরি দল আসে। মধ্য ডোবায় তার মৃত্যু হয়।
আরও দেখুন
রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছে দে রাসিকের ভ্রাম্যমান পরিচালিত
নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,রাজশাহী মহানগরীতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার …