রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ইয়াবাসহ যুবক আটক

নাটোরে ইয়াবাসহ যুবক আটক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ইয়াবাসহ সুমন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়। গতকাল ২৯ নভেম্বর সোমবার রাত নয়টার দিকে নাটোর সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন হোসেন সদর উপজেলার ছাতনী দক্ষিণপাড়া গ্ৰামের দ্বীন মোসলেম এর ছেলে।

র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-২,নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল গতকাল ২৯ নভেম্বর সোমবার রাত নয়টার দিকে সদর উপজেলার ছাতনী এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অভিযুক্ত সুমন হোসেনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। গ্রেফতারকৃত সুমন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার করে আসছে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …