নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

নলডাঙ্গায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নাটোরের নলডাঙ্গায় যুবলীগের ৪ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগের দুই গ্রুপের শান্ত, কুদ্দুস, সিরাজ, সোয়ান ও নয়ন আহত হয়।

এলাকাবাসী ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমনান জানান, শুক্রবার সন্ধ্যায় বাপ্পী নামের এক যুবক তার স্ত্রী বাসুদেবপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় শহীদ নামের আরেক যুবক তার স্ত্রীকে টিজ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পযার্য়ে দুইজনই স্থানীয় ইউনিয়ন যুবলীগের নেতা নয়ন ও সোয়ানের কাছে বিচার দেয়। এক পর্যায়ে যুবলীগের কর্মীদের মধ্যে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ইউনিয়ন যুবলীগের নেতা শান্ত, নয়ন, কুদ্দুস ও সোয়ান আহত হয়।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …