নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ৫ জানুয়ারী

গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ৫ জানুয়ারী

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের শেষ দুটি উপজেলা গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন আগামী বছরের ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ২য় ধাপে নাটোর সদর এবং বড়াইগ্রাম উপজেলার ১২ টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩য় ধাপে আগামীকাল লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার ১৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চতুর্থ ধাপে সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। নাটোরের নলডাঙ্গা এবং গুরুদাসপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি। আগামী ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদান, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর আপিল, ১১-১২ ডিসেম্বর আপিল শুনানি, ১৩ ডিসেম্বর আপিল নিষ্পন্ন ১৫ ডিসেম্বর প্রত্যাহার, ১৭ প্রতীক বরাদ্দ সম্পন্ন হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন …