রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পরীক্ষা দিতে এসে ধরা খেলেন ভুয়া পরীক্ষার্থী

পরীক্ষা দিতে এসে ধরা খেলেন ভুয়া পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চাকুরীর পরীক্ষা দিতে এসে ধরা খেলেন ফয়সাল আহমেদ (২৫) নামে ভুয়া পরীক্ষার্থী। আজ ২৬ নভেম্বর শুক্রবার নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর-এর রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত সার্টিফিকেট সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।

পরীক্ষা চলাকালীন সময়ে বঙ্গবন্ধু ভবনের ৪০২ নং কক্ষে ফয়সাল আহমেদ নামের ওই ভুয়া পরীক্ষার্থী সনাক্ত করা হয়। পরে কক্ষ পরিদর্শকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) রনী খাতুন, অভিযোগটি ঘটনাস্থলেই মোবাইল কোর্টে আমলে গ্রহণ করেন এবং অভিযুক্ত ব্যক্তির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ বিধি লঙ্ঘন করার অপরাধে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …