সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ভোটারদের খিঁচুড়ি খাওয়ানোর অপরাধে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

বাগাতিপাড়ায় ভোটারদের খিঁচুড়ি খাওয়ানোর অপরাধে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় এক নৌকার চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীর আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা।

জানা গেছে, উপজেলার দয়রামপুর ইউপিতে বাটিকামারি বাজারে ভোটারদের খিঁচুড়ি খাওয়ানোর অপরাধে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী মাহাবুর ইসলাম মিঠুকে পাঁচ হাজার টাকা এবং জীবন্ত মোরগ নিয়ে একই এলাকায় প্রচারণা চালানোর অপরাধে সাধারণ সদস্য প্রার্থী এনামুল হকের তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উভয় প্রার্থীকে পরবর্তী সময়ে আচরণবিধি লঙ্ঘন করা থেকে বিরত থাকার জন্য সতর্কও করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …