নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৪৬০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ ৮৩ হাজার ২৮০ টাকা আদায় করেছে রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ। শনিবার (২০ নভেম্বর) রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা চিত্রা ও পদ্মা এক্সপ্রেস ট্রেন থেকে এসব জরিমানা আদায় করা হয়। পাকশী রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছন।
তিনি বলেন, রেলওয়ের চলমান অভিযানের অংশ হিসেবে চিত্রা ও পদ্মা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এসময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৪৬০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৫৫ হাজার ৫৮০ টাকা ও জরিমানা ২৭ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।
তিনি আরও বলেন, বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …