নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে ৩ মাসের জেল

পুঠিয়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে ৩ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
আরিফুল রুবেল,স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর পুর্বপাড়া এবং এর আশেপাশের এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাজশাহী খ সার্কেল এর একটি টিম। এ সময় এই ৫ জন ব্যক্তিকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় গ্রেপতার করা হয়, আটককৃত ব্যাক্তিরা হল। তারা হলেন মো. ইসলাম (৫১), শান্ত (২২), শরিফুল (৩৮), শহিদুল (৩২) ও হাওয়ার (৩৫)।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটককৃত সকলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

সিংড়ায় ক্ষুদ্র -নৃগোষ্ঠির প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ উপকরণ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বরাদ্দকৃত হাঁস, মুরগী, ভেড়া, ছাগল, গরু …