বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বস্তি এলাকায় করোনার টিকাদান শুরু আজ

বস্তি এলাকায় করোনার টিকাদান শুরু আজ

নিউজ ডেস্ক:
আজ মঙ্গলবার থেকে রাজধানীর বস্তি এলাকায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। করাইল বস্তির বাসিন্দাদের টিকাদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

গতকাল সোমবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সবাই টিকার আওতায় আসবে। আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর করাইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছে। তাদের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেওয়া হবে। 

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশে এরই মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে পাঁচ কোটির বেশি মানুষকে আর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে তিন কোটির বেশি মানুষকে। দেশে প্রতিদিন গড়ে ১৫ লাখ মানুষ টিকা পাচ্ছে।  

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …