শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / লাইফ স্টাইল / ফল-সবজির খোসা কীভাবে ব্যবহার করবেন

ফল-সবজির খোসা কীভাবে ব্যবহার করবেন

খোসা কীভাবে ব্যবহার করবেন

লাইফস্টাইল ডেস্ক
আমরা সব সময় ফল-সবজির খোসা ফেলে দেই। ফল আর সবজির খোসারও রয়েছে নানা গুণ। জেনে নিন বিভিন্ন খোসা কীভাবে ব্যবহার করবেন: 

আলু 
ভিটামিন সি রয়েছে আলুর খোসায়। নানা চোখ ফোলা, চোখের কোলে কালি পড়লে বা অতিরিক্ত ক্লান্ত থাকলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে আলুর খোসা ব্যবহার করুন।  

কমলা 
ত্বকের যত্নে হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে কমলার খোসা। কমলা বা মালটা খাওয়ার পর খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। দুধের সর, ময়দার সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে মেখে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।  

কলা 
ম্যাঙ্গানিজ়, ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম সমৃদ্ধ কলার খোসার ভেতরের দিকটা দিয়ে দাঁত ঘষে নিন, ঝকঝকে সাদা হয়ে যবে। 


লেবু 
মশা-মাছি-আরশোলার যন্ত্রণায় অস্থির? পোকামাকড় তাড়াতে ঘরের কোনায়-কোনায়, কাপড়ের আলমারিতে ও বই এর তাকে লেবুর খোসা রাখতে পারেন৷ 

আরও দেখুন

দাঁতে দাগ? জেনে নিন দূর করার ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক: ঝকঝকে দাঁত মানে সুন্দর হাসি। আর সুন্দর হাসি মানে আপনার সৌন্দর্য বেড়ে যাওয়া …