রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গুরুদাসপুরে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে। বৃহস্পতিবার(১১নভেম্বর) শেষ বিকালে উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন শেষে বেলুন উড়ানো করা হয়। পরে সেখানে উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহাম্মদ আলী মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি তাহের সোনার ও সাধারন সম্পাদক মিলনসহ প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ ও যুবলীগের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে একে অপরের মুখে তুলে দেন।

আরও দেখুন

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …