নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধির কাছে উপজেলার শেরকোল ইউপির আগপাড়া শেরকোল গ্রামের মফিজ সরকারের ছেলে আবজাল সরকার ও একই গ্রামের ইয়াতুল্লাহ মোল্লার ছেলে আফছার আলী জমিজমা মামলায় পরাজিত হয়ে সহ অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে ৫লাখ টাকা চাঁদা দাবী করে। এবিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক দাগ ৯৫৮ ও হাল ১২০২ দাগের ২৯শতাংস জমি (বাড়ি) নিয়ে সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ ও আফছার আলীর বিরোধ চলে। প্রতিপক্ষ আফছার আলীর দলিলের দাগ ও খতিয়ান সঠিক নাই এবং দাতার মৃত্যুর পরে দলিল সম্পাদিত। ভূমিদশ্যু আফছার আলী পরে তার স্ত্রী মোছা. রাজিয়া বেগমের নামে ওই জমি হস্তান্তর করে। উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা শেষে আনোয়ার হোসেন আলীরাজের পক্ষে মামলার রায় আসে। প্রভাবশালী প্রতিপক্ষ আফছার আলী মামলায় পরাজিত হয়ে গত ৭নভেম্বর আবজাল সরকার ও আফছার আলীসহ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ওই সাংবাদিকের বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছে ৫লাখ টাকা চাঁদা দাবী করে এবং দাবীকৃত টাকা পরিশোধ করা না হলে সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজকে খুনের হুমকি দেয় আবজাল সরকার ও আফছার আলী।
আনোয়ার হোসেন আলীরাজ জানান, ওইদিন আমি বাসায় ছিলাম না। বাসায় এসে জানতে পারি প্রতিপক্ষরা আমার বাসায় এসে আমার স্ত্রীর কাছে ৫লাখ টাকা চাঁদা দাবী করে।
এবিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত আবজাল সরকার ও আফছার আলী,অভিযোগ অস্বীকার বলেন, চাঁদা দাবী করা হয়নি। তবে পুনরায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেদ জানান, লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …