নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতার অভিযোগে ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও ধানাইদহ গ্রামের মৃত ইনসের আলীর ছেলে রেজাউল করিম এবং কয়েন গ্রামের মৃত ময়েনউদ্দিনের ছেলে আনিসুর রহমান বাবু। তারা দুজনেই বিদ্রোহী প্রার্থী শামসুজ্জোহা সাহেব আলীর (ঘোড়া) নির্বাচনী কর্মী বলে জানা গেছে।
মামলা ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে নৌকার কয়েকজন কর্মী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। পথে নিতাইনগর ব্রিজ এলাকায় রেজাউল করিম মেম্বারের নেতৃত্বে বিদ্রোহী প্রার্থীর ১৫-২০ জন সমর্থক রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে নৌকার কর্মীদেরকে এলোপাথাড়ি মারপিট করে। এতে ধানাইদহ গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আকতার হোসেন (৩৮) এবং জামাইদিঘা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৭) গুরুতর আহত হন। পরে খবর পেয়ে নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …