নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ বছরের শিশু কন্যা ধর্ষণের চেষ্টায় আটক ১

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ বছরের শিশু কন্যা ধর্ষণের চেষ্টায় আটক ১

নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ বছরের শিশুকন্যাকে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করে। গত ৩১ অক্টোবর গোবিন্দপুর ইউনিয়নের চন্দ্রদীঘি গ্রামের বুলু মিয়ার ছেলে রফিকুল ইসলামের (১৬) একই গ্রামের শমসের আলীর ধানী জমিতে জৈনক্যা চায়না বেগমের ৪ বছরের শিশু কন্যাকে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা করলে শিশু কন্যার চিৎকারে বাড়ির আশেপাশের আত্মীয় স্বজন জমির দিকে ছুটে এলে ধর্ষক রফিকুল ইসলাম দ্রুত পালিয়ে যায়।এরপর শিশুকন্যাকে জমির ভিতর থেকে উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, ভিকটিমের মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে এসআই সুজাউদৌলা ফোর্স সহ দুপচাঁচিয়া থানাধীন সাহারপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৩ (অক্টোবর)বুধবার রাতে রফিকুল ইসলামকে আটক করে। আটককৃত ওই কিশোরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও দেখুন

নাটোরে চামড়া ব্যবসায়ী এবং অংশী জনের সাথে জেলা প্রশাসন এর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: কাঁচা চামড়ার সংরণক্ষণ,ক্রয় বিক্রয় ও পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে চামড়া ব্যবসায়ী ও …