নিউজ ডেস্ক:
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের (এসএটিআরসি) ২০২৩ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির তত্ত্বাবধানে এসএটিআরসির ২২তম সভায় বাংলাদেশকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আজ বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএটিআরসি–ভুক্ত বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান এবং এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির সেক্রেটারি জেনারেল ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তিন দিনব্যাপী ভার্চু্৵য়াল সভায় অংশ নেন। ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ সভাতেই বাংলাদেশকে এসএটিআরসির ২০২৩ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
২০২৩ সালের এসএটিআরসির সভা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়াসহ বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে বর্তমান মেয়াদে এসএটিআরসির ভাইস চেয়ারম্যানও নির্বাচিত করা হয়। এ ছাড়া ২০২২ সালে এসএটিআরসির ওয়ার্কিং গ্রুপ অন পলিসি, রেগুলেশন অ্যান্ড সার্ভিসেসের সভাও বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে ২২তম সভায় সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ফের এই ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।