শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বন্ধ হলো অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে

নলডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বন্ধ হলো অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় স্কুল পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন নলডাঙ্গা সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহি কর্মকর্তা সুখময় সরকার। বুধবার (৩য় নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধনগর গ্রামের স্কুল পড়ুয়া অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন তিনি। এ সময় ওই ছাত্রীর বাবা-মা উভয়ের কাছ থেকে সাবালিকা হওয়ার পূর্বে (১৮ বৎসর)বিয়ে দিবে না মর্মে মুচলেখা নেন তিনি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতিদের মাঝে বলেন, নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহের কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়৷ মা হতে গিয়ে মারা যাচ্ছেন মা অথবা নবজাতক৷ । বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিকভাবেও  ক্ষতি সাধিত হয়। তাই আমাদের ব্যক্তিগত ও সামাজিক ভাবে এ বিষয়ে সচেতন থাকতে হবে। এর আগে গত বুধবার (২৭ শে অক্টোবর) আরো একটি বাল্যবিবাহ বন্ধ করেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।   

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …