নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বুধবার সকালে এক বখাটের ছুরিকাঘাতে কাশেম আলী (৩৫) নামের এক কৃষক খুন হয়েছেন। কাশেম উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ময়েজ আলীর ছেলে।
জানা যায়, নিহত কাশেমের সাথে পার্শ্ববর্তী গোপীনাথপুর গ্রামের রজব আলী ছেলে কেনাল আলীর (৪০) মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ ছিলো। এর জের ধরে বুধবার সকাল ১০টার দিকে নাজিরপুর ডিগ্রী কলেজ মোড়ে প্রকাশ্যে কাশেমকে পথরোধ করে মাথায় রড দিয়ে আঘাত করেন কেনাল। মাটিতে লুটিয়ে পড়লে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান কেনাল। গুরুতর আহত কাশেমকে তাৎক্ষনিক নাটোর সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেনাল ব্যক্তিজীবনে কর্মহীন ও বখাটে লোক বলে জানান স্থানীয়রা।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …