সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শ্রেষ্ঠ রোভার স্কাউট কমিশনার সংবর্ধিত

নাটোরে শ্রেষ্ঠ রোভার স্কাউট কমিশনার সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট কমিশনার নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে কলেজের রোভার স্কাউট গ্রুপ। আজ মঙ্গলবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২(নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোরের জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

সভায় বক্তারা নাটোর জেলার রোভার স্কাউট কার্যক্রমকে গতিশীল করতে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের অনন্য অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশের অন্যতম শতভাগ স্কাউট জেলা হিসেবে নাটোরের অবস্থান গৌরবের। এক্ষেত্রে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক উদ্যোগী হয়ে জেলার সকল কলেজ ও মাদ্রাসায় রোভার স্কাউট কমিটি গঠন করে রোভার আন্দোলনকে জনপ্রিয় করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কৃষিবিদ আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী প্রমুখ।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …