রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / চলনবিলে শামুক নিধন বন্ধ করলেন ইউএনও

চলনবিলে শামুক নিধন বন্ধ করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
চলনবিলের পানি শুকিয়ে যাওয়ায় কাঁদা মাটিতে ও স্বল্প পরিমাণ পানিতে জেগে উঠেছে অসংখ্য শামুক। এই শামুক নিধনে এক শ্রেণির মানুষ মেতে উঠেছে। রংপুর, দিনাজপুর থেকে ট্রাকযোগে আসছেন শত শত উপজাতির দল। তারা খুব সকালে এসে সারাদিন শামুক কুড়ান এবং সন্ধ্যার একটু আগে ট্রাক বোঝাই করে চলে যান গন্তব্যস্থানে। এভাবে প্রতিদিন শামুক নিধনে চলনবিলের পরিবেশ ও প্রকৃতি হুমকির সন্মুখীন হয়ে পড়েছে।

রবিবার বিকেলে চলনবিল অধ্যুষিত সিংড়ার কিছু এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম। এসময় শামুক নিধনকারীদের শামুক নিধন করতে নিষেধ করেন তিনি। দ্বিতীয়বার শামুক নিধনে চলনবিলে আসলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ, পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুইটসহ গণমাধ্যম কর্মীরা।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …