শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নাটোরের নলডাঙ্গায় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
সারা দেশের ন্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে কভিড – ১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২য় ডোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০শে অক্টোবর) সকালে ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা কার্যক্রম শুরু করা হয়। ইউনিয়নে মোট ১৫০০ জনের মাঝে এ টিকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃজামাল মোল্লাসহ প্রমূখ। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গত (২৮শে সেপ্টেম্বর) থেকে সারা দেশে করোনা ভাইরাসের গনটিকা ক্যাম্পেইন পরিচালনা শুরু হয়। যেখানে গণটিকাদান কর্মসূচির আওতায় প্রতিদিন ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট ধরা হয়েছিলো। সেসময় যারা ১ম ডোজ গ্রহণ করেছিলেন। এক মাস পর এখন তাদেরই দ্বীতিয় ডোজের টিকা প্রদান করা হচ্ছে। সে কারণে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন।

উপজেলা  উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, আর কিছুদিনের মধ্যেই শীতকাল আসছে। এসময় করোনার প্রাদূর্ভাব বারতে পারে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দান করেন। এছাড়াও উপজেলার খাজুরা ও বিপ্রবেলঘরিয়া এ টিকা কার্যক্রম প্রদান অনুষ্ঠিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৮শে অক্টোবর) উপজেলার মাধনগর ও পিপরুল ইউনিয়নে এই টিকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, উপজেলার প্রতিটি ইউনিয়নে ১৫০০ করে মোট ৭৫০০ জনের মাঝে  টিকা প্রদানের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শেষ হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …