নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে সরকার দলীয় নৌকার প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঙ্ঘনের অভিযোগে তুলেছেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ হারুন এমপি।
আজ মঙ্গলবার দুপুরে তার বাসভবনে জেলা সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে হারুনুর রশিদ নৌকার প্রার্থীর বিভিন্নস্থানে উচ্চস্বরে মাইক বাজানো, ৩শর অধিক অফিস স্থাপন, পাড়া-মহল্লায়র দোকানে ব্লুটুথ সাউন্ড বক্স ব্যবহার, অন্যান্য সতন্ত্র প্রার্থীদের অফিস ভাঙ্গচুরসহ বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থীকে পথসভা করতে না দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, এসব আচরণবিধি লংঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করার পরও; আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন কোন উদ্যোগ না নেওয়ায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কাও প্রকাশ করেন। এসময় ইভিএম বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত সচেতনতা সৃষ্টিতে কোন পদক্ষেপ না নেওয়ায় ইভিএমে ভোটগ্রহন নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
সাংবাদিক সম্মেলনে হারুনুর রশিদ বলেন, যদি নির্বাচনে সরকারি দলের পক্ষ থেকে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন এবং বিশৃঙ্খল কর্মকান্ড চলতে থাকে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে সিধাদ্ধ নিতে বাধ্য হবো এ ধরনের প্রহসনের নির্বাচন থেকে জনগনকে অংশগ্রহন থেকে বিরত থাকতে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিতি ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম তসি, বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম প্রমুখ।