নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নন্দীগ্রাম উপজেলায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়। এ উপলক্ষ্যে বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, নন্দীগ্রাম পৌর সভার মেয়র আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চোয়ারম্যান মোরশেদুল বারী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ আল-মাহামুদ, মুফতি মোশারফ হোসেন, মাও. মোদ্দাচ্ছির আহমেদ, মাও. শাহজাহান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …