নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক এবং গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মত বিনিময় সভায় করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, মহিলা লীগের সভাপতি ও জেলাপরিষদ সদস্য ফরিদা পারভীন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা শ্যামল কুমার রায়, বাগাতিপাড়া মডার্ন প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম মনি ও সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ, পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল আরেফিন, বাগাতিপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার মুখার্জী, সম্পাদক পুলক কুমার রায় প্রমুখ সহ উপজেলার সকল জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ জেলা প্রশাসকের কাছে বাগাতিপাড়া উপজেলার সার্বিক বিষয় ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর আগে ডি.সি শামীম আহমেদ বাগাতিপাড়া মডেল থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং ভূমি অফিসের রেকর্ড রুমের স¤প্রসারিত কক্ষের শুভ উদ্বোধন করেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …