শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / সিগারেট ভুল দেওয়ায় বৃদ্ধ দোকানিকে মারধর

সিগারেট ভুল দেওয়ায় বৃদ্ধ দোকানিকে মারধর

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ভুল ক্রমে রয়েল এর পরিবর্তে ডার্বি সিগারেট দেওয়ায় ষাটোর্ধ বৃদ্ধকে মারধর করায় বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয়‚ ক্রেতা জানাযায়, বুধবার রাত সোয়া ১১টার দিকে গুরুদাসপুর বাজারের দরিদ্র চা দোকানি রাইকিশোর কর্মকারের (৬৫) কাছে প্রতিবেশী নারায়ন চন্দ্র সরকারের ছেলে তুফান চন্দ্র (২৩) ও তার দুই বন্ধু সিগারেট কিনেন। ভুলবশত দোকানি রয়েল সিগারেট না দিয়ে ডার্বি দেন। এতে ক্ষিপ্ত হয়ে তুফান ও তার বন্ধুরা বৃদ্ধকে গালিগালাজ ও মারধর করেন। এসময় প্রতিবেশীরা আহত বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যান।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুলমতিন বলেন, এব্যাপারে থানায় জিডি দায়ের হয়েছে। তদন্তকরে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …