শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ভারত বাংলাদেশের সম্পর্ক ভাতৃত্বপূর্ণ – পলক

ভারত বাংলাদেশের সম্পর্ক ভাতৃত্বপূর্ণ – পলক


নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ভারত বাংলাদেশের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক। করোনাকালিন সময় ভ্যাকসিন দিয়ে আমাদের সহযোগিতা করেছে। এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তথ্য প্রযুক্তিতে ভারত সরকারের সহায়তার কথা স্মরণ করে তিনি বলেন, সিংড়ায় জননেত্রী শেখ হাসিনা সরকার হাইটেক পার্ক উপহার দিচ্ছে, যেখানে ২০ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। নাটোরের সিংড়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় পুজা উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডিও বিতরণ এবং ভারত সরকারের পক্ষ থেকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধূনিক লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধূরী জলি, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ সহ পুজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

পরে প্রতিমন্ত্রী ব্যক্তিগত ভাবে পুজা মন্ডপে সামগ্রী বিতরণ এবং সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটিকে নিয়ে পৌর এলাকার কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …