শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচারণ করতে পারছে- বকুল

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচারণ করতে পারছে- বকুল

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
“আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচারণ করতে পারছে” কিন্তু বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকতে স্বাধীনভাবে কেউ ধর্মীয় অনুষ্ঠান করতে পারেনি। ” নাটোরে বাগাতিপাড়া ও লালপুরে দুর্গাপূজা উপলক্ষে জিআর বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

তিনি আরো জানান দুর্গাপূজা আগের চেয়ে অনেক বেশী জাঁকজমকভাবে উদযাপন করতে পারছেন সনাতন ধর্মাবলম্বীরা। আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই দুর্গোৎসব সার্বজনীন উৎসব হিসেবে পালিত হচ্ছে।

আজ ১১ অক্টোবর সোমবার বাগাতিপাড়া এবং লালপুরে পৃথক দু’টি অনুষ্ঠানের মাধ্যমে এই জিআর বিতরণ করেন তিনি, বাগাতিপাড়ায় ২৮ টি মন্দির এবং মন্ডপ লালপুরে বিয়াল্লিশটি মন্দির এবং মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটিতে বাগাতিপাড়া এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …