শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / স্বাধীনতার ৫০ বছর পর পেলাইদ গ্রামে ফ্রীব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বাধীনতার ৫০ বছর পর পেলাইদ গ্রামে ফ্রীব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর:

“হাঁসবে রোগী, বাঁচবো প্রাণ সেচ্ছায় করবো রক্ত দান”। এই স্লোগানকে সামনে রেখে গ্রামের জনসাধারণকে সেচ্ছায় রক্ত দানে উৎসাহিত করতে ‘রক্তশূন্যতা ব্লাড কালেকশন বাংলাদেশ’ এর পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার ৫০ বছর প্রথমবার গত শুক্রবার (৮ অক্টোবর ২১) শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে ‘রক্তশূন্যতা ব্লাড কালেকশন বাংলাদেশ’ এর পক্ষ থেকে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিনামূল্যে শতাধিক নারী-পুরুষ ও শিশুদের ব্লাড গ্রুপ পরিক্ষা করা হয় ও সেচ্ছায় রক্তদানে উৎসাহীত করতে সচেতনতা মূলক আলোচনা করেন ‘রক্তশূন্যতা ব্লাড কালেকশন বাংলাদেশ’ এর সেচ্ছাসেবী এইচ-এম হাসিবুল হাসান, ই-এস ইমরান নাজির, জাকির, হোসেন, সাইফুদ্দিন শেখ (ফাহিম),আফরিদা কনা।

উক্ত ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনটি আয়োজনে মূল উদ্যোগক্তার ভূমিকা পালন করেন সাইফুদ্দিন শেখ (ফাহিম), নুরুল ইসলাম (নুর ইসলাম ডাক্তার)। অনুষ্ঠানটি আযোজনে সার্বিক সহযোগিতা করেন মনির হোসেন মনির (মেম্বার ৯নং ওয়ার্ড), আইয়ুব আলী, ওয়াজ উদ্দিন, হাফিজুর রহমান, সাইজুদ্দিন প্রধান, সুরহাব উদ্দিন, আরিফ প্রধান, আল-আমিন ফকির, আঃ জলিল, আঃ হাসেম,দুলাল মিয়া, মামুন ফকির, ফয়সাল আহম্মেদ রবিন, সাকিব, পারভেজ প্রধান সহ এলাকার জনসাধারণ।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …