নিজস্ব প্রতিবেদক:
আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী নাটোরের সদর উপজেলার ৭টি এবং বড়াইগ্রাম উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার পরে যাচাই-বাছাই শেষে আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার সাতটি এবং বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় বড়াইগ্রাম উপজেলার চান্দাই এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান যথা আনিসুর রহমান খেচুর পরিবর্তে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ’র স্ত্রী শাহনাজ পারভীন কে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম এর পরিবর্তে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিককে মনোনয়ন দেয়া হয়েছে। অপরদিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওমর শরীফ চৌহান এর পরিবর্তে শরিফুল ইসলাম বিদ্যুৎকে মনোনয়ন দেয়া হয়েছে।