শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে এমপি’র গাড়ি পোড়ানোর হুমকির প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন

বড়াইগ্রামে এমপি’র গাড়ি পোড়ানোর হুমকির প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র গাড়ি পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা ও বড়াইগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে উপজেলা ও বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধনকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, সম্পাদক মানিক রায়হান, কলেজ ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান শিপন, সম্পাদক নিলয় সরকার নাসিম, ছাত্রলীগ নেতা জাবেদ মাসুদ সোহাগ, জুয়েল রানা, সুমন ও পিয়াস সরকার বক্তব্য রাখেন।


এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপি পরপর পাঁচবার নির্বাচিত একজন সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা এমন একজন বর্ষীয়ান রাজনীতিবিদের গাড়ি পোড়ানোর প্রকাশ্য হুমকি দেয়াটা চরম দুঃখজনক ও গর্হিত কাজ। আমরা আজকের কর্মসূচি থেকে অবিলম্বে এ বক্তব্যের জন্য তার উপযুক্ত বিচার দাবী করছি।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এক সভায় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তফশীল ঘোষণার পর এমপির গাড়ি এলাকায় দেখা গেলে পুড়িয়ে দেয়ার জন্য প্রকাশ্যে তার কর্মী সমর্থকদের নির্দেশ দেন। এর আগে একই দাবীতে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজ থেকে রাজ্জাক মোড় পর্যন্ত একটি বিশাল বিক্ষোভ মিছিল রাজ্জাক মোড় এলাকায় এসে মানববন্ধনে মিলিত হয়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …