নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান কমরুল ইসলাম কামরান , উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,ছাতার দিঘী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্ত ও সকল ইউনিয়নের সচিবগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন একজন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। তাই শিশুর জন্মনিবন্ধন করার বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এছাড়া উক্ত আলোচনা সভায় মৃত্যু নিবন্ধনের ওপরও জোর দেওয়া হয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …