সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / টিউলিপ রেজোয়ানা সিদ্দিকির উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

টিউলিপ রেজোয়ানা সিদ্দিকির উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ব্রিটিশ এমপি টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের গাড়ীতে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বড়াইগ্রাম উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ ৬ অক্টোবর সকাল দশটার দিকে বনপাড়া পৌরসভার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বনপাড়া পৌর আ’লীগ এর সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন এর সভাপতিত্বে এবং বনপাড়া পৌর আ’লীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যপক আব্দুর রাজ্জাক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, ৫ নং মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা প্রমূখ।

মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী অফিসার ভূমি কাজী নাহিদ ইভা’ র হতে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …