নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া অধ্যুষিত চলনবিলে শিকারীর হাত থেকে রক্ষা পেয়েছে ৫০টি বকপাখি। মঙ্গলবার ভোর ৬টার দিকে বিলের দুর্গম এলাকা থেকে পাখিসহ ফাঁদ উদ্ধার করে পরিবেশ কর্মীরা। এসময় ছয়জন পাখি শিকারীকে আটক করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোরে চলনবিলের দুর্গম এলাকায় যান তারা। এ সময় উপজেলার গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিলের ধানক্ষেতে কলা ও খেজুর পাতা দিয়ে বিশেষভাবে তৈরি পাখি ধরার ফাঁদ জব্দ করেন তারা। পরে ফাঁদে আটকা পড়া প্রায় ৫০টি বকপাখি উদ্ধারসহ ৬জনকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান ৬ পাখি শিকারীদের কাছ সাত হাজার টাকা জরিমানা ও আর কখনো পাখি শিকার করবেনা মর্মে মুচলেকা নেন। পরবর্তীতে পাখি ধরার প্রায় ৩০টি ফাঁদ ঘর নষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সহ-সভাপতি হাসান ইমাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী কুরবান আলী সহ অন্যান্যরা।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …