সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান ও এমপির বিরোধে উত্তপ্ত হচ্ছে মাঠ

বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান ও এমপির বিরোধে উত্তপ্ত হচ্ছে মাঠ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরোধে নাটোরের বড়াইগ্রামে উত্তপ্ত হয়ে উঠছে আওয়ামী রাজনীতির মাঠ। ৩০ সেপ্টেম্বর স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দিতে নিজ সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এটি সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর এমপির পক্ষ থেকে তৃণমুলের আওয়ামী লীগ নেতা সারোয়ার উদ্দিন মোল্লা বাদি হয়ে ২ অক্টোবর উপজেলা চেয়ারম্যান ডা.পাটোয়ারীর বিরুদ্ধে থানায় জিডি করেন।

দায়ের করা জিডি প্রত্যাহারের দাবিতে আজ বিকাল সাড়ে ৩টায় চেয়ারম্যান সমর্থকরা উপজেলার দিয়ারগারফা বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় তারা অবিলম্বে জিডি প্রত্যাহারের দাবি জানিয়ে এমপি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …