নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ৩জন খদ্দেরসহ দেহপ্রসারিনিকে গ্রেপ্তারে করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানা পুলিশ নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর এলাকার জালাল উদ্দিনের পুকুর পাড়ের কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শ্যামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), পাঁচপুরুলিয়া গ্রামের ছলিম উদ্দিনের ছেলে রমিজুল ইসলাম (২৭), তুলাধুনা গ্রামের আসকান আলীর ছেলে আলম হোসেন (২৮) ও রাজশাহী পুলিশ লাইনের পুলিশ সদস্য’র স্ত্রী উক্ত দেহপ্রসারিনি।
স্থানীয়রা জানায়, আটককৃত দেহপ্রসারিনি নাটোর শহরে ভাড়া বাড়িতে থাকেন। মুঠোফোনের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে এলাকায় এসে রাতভর অসামাজিক কার্যকলাপ করেন। তার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে যুব সমাজ ধ্বংস হচ্ছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। শনিবার বিকেলে তাদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …