রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ভারতে থেকে এলো ১২৩ টন কাঁচা মরিচ

ভারতে থেকে এলো ১২৩ টন কাঁচা মরিচ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ ঠিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত একদিনেই এই বন্দর দিয়ে আটটি ট্রাকে ৫৯ টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। তবে আমদানি অব্যাহত থাকলেও কিছুতেই কমছে না এর দাম। এতে বিপাকে পড়েছেন বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকাররা। ভারতের বাজারে দাম বাড়ায় দেশেও কমছে না বলেও জানিয়েছেন আমদানিকারকরা।

বন্দরে বগুড়া থেকে কাঁচা মরিচ কিনতে আসা আব্দুর রহিম বলেন, খরা ও অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে দেশীয় কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। এতে দাম বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ কিনতে এসেছি। তবে দাম কমছে না। একদিন আগে যে কাঁচা মরিচ ৯৫ টাকায় কিনেছিলাম এখন ১০৮-১১০ টাকায় কিনতে হচ্ছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে দেশীয় নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করলে দাম নিয়ন্ত্রণে আসবে।

কাঁচা মরিচ আমদানিকারক হারুন উর রশীদ ও আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে আবারও হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু করেছি। বন্দর দিয়ে নিয়মিত কাঁচা মরিচ আসছে। দাম নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে। তবে ভারতের বাজারেই কাঁচা মরিচের দাম বেশি, ফলে দেশের বাজারে সেভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এরপরও আমরা চেষ্টা করছি, যাতে দামের লাগামটা টেনে ধরা যায়। কয়েকদিন আগে যে কাঁচা মরিচ আমরা ভারতে ৪০ রুপিতে (৪৬ টাকা) কিনেছিলাম, এখন কিনতে হচ্ছে ৬০ রুপিতে (৬০ টাকা)। এর সঙ্গে পরিবহন খরচ রয়েছে সাত টাকার মতো। এর ওপর বাংলাদেশে কেজি প্রতিতে শুল্ক রয়েছে ২৬ টাকার মতো। মূলত এ পণ্যের দাম নির্ভর করে কেনার ওপরে। বর্তমানে বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০-১১০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দেশের বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় দেড় মাস বন্ধের পর ২৫ সেপ্টেম্বর থেকে বন্দর দিয়ে পুনরায় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ২৫-৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনে ১৮ ট্রাকে ১২৩ টন কাচামরিচ আমদানি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার আট ট্রাকে ৫৯ টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …