নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাসহ ১১ জন জুয়ারু কে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার হালতি বিলের মাছের অভয়াশ্রম এলাকা থেকে নগট টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়। বৃস্পতিবার জুয়া আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরলক্ষীকুল গ্রামের মৃত করিম শিকদারের ছেলে ও পিপরুল ইউনিয়ন ব্এিনপির যুগ্ন আহবায়ক হুমায়ন শিকদার (৫৫), একই গ্রামের মৃত কোকন সরদারের ছেলে ও পিপরুল ইউনিয়ন বিএনপির নেতা বিগত পিপরুল ইউপি নির্বাচনে বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান (৫৫), শ্যামনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আলী (৫৬), হলুদঘর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে ও ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তায়েজ উদ্দিন (৫৬), খোলাবাড়িয়া গ্রামের নৌকার মাঝি মহির উদ্দিনের ছেলে শাহানুর আলম (২৮), একই গ্রামের মৃত লবাই প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (৫০), আনোয়ার ব্যাপারির ছেলে ও বিলহালতি ত্রিমোহনী কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলাম (১৯), জসমত আলীর ছেলে ও একই কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, হোসেন আলীর ছেলে ও দিঘাপতিয়া এমকে কলেজের শিক্ষার্থী আলামিন, ইউনুস আলীর ছেলে ও এনএস সরকারী কলেজের শিক্ষার্থী হেলাল হোসেন, ভূষণগাছা গ্রামের সামাদ খলিফার ছেলে মাসুম খলিফা (১৮)।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার হালতি বিলে আওয়ামী লীগ, বিএনপির ৬ নেতা ও ৫ শিক্ষার্থী তাস দিয়ে পৃথক দুটি স্থানে জুয়া খেলছিল। এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের মোট ১১ জন কে আটক করে এবং তাদের কাছ থেকে নগট ১৩ হাজার ২৫১ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম ও একটি নৌকা জব্দ করা হয়। বৃস্পতিবার সকালে পৃথক দুটি দায়ের করা মামলায় তাদের ১১ জন কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …