শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়্যুথ লিডারশিপ

ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়্যুথ লিডারশিপ

নিউজ ডেস্ক:
ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়্যুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ নামে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের আলোকে সারা বিশ্বের যুবসমাজকে আলোকিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করতে যাচ্ছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …