শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ৩২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

৩২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

নিউজ ডেস্ক:
৩২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এসব কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের পদায়ন দেয়া হয়েছে। নতুন পদায়নকৃত অধ্যক্ষদের ৫ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপনটি জারি করে।

কে কোন কলেজে অধ্যক্ষ হলেন

রাজধানীর তিতুমীর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বপালনরত তালাত সুলতানা আর সরকারি আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক হোসনে আরা খাতুন।

ফেনীর পরশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু কাওছার মোহাম্মদ হারেছ। খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মিছবাহুদ্দীন আহমদ।

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন চৌমুহনীর সরকারি ছালেহ আহমেদ কলেজের অধ্যাপক মোহাম্মদ হানিফ। নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক এ কে এম সেলিম চৌধুরী।

বরিশালের ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যপক মোহাম্মদ আবদুর রব। বরিশালের আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন ভোলার লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের অধ্যাপক মো. মাসুদ রেজা।

বরিশালের সরকারি আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম।

ভোলার চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন ভোলা সরকারি কলেজের অধ্যাপক আবদুল গফুর। ঝালকাঠী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকী।

পিরোজপুরের সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ হয়েছেন বরিশাল গৌরনদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ নিজামুল হায়দার। পিরোজপুর ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের মো. অধ্যাপক আমানুল্লাহ খান।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম খান। ফেনী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক নূরতাজ আরা।

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন। লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হয়েছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন।

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আসীম কুমার সাহা। গোপালগঞ্জের নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেবতী মোহন সরকার।

মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ ড. মো. রেজাউল করিম। গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক মো. ওহিদ আলম লস্কর।

খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান। খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক মাসুদা সুলতানা। কুষ্টিয়ার সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ হয়েছেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যাপক মাসুদা সুলতানা।

কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ হয়েছেন ওএসডি কর্মকর্তা অধ্যাপক মো. আজমল গণি। কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক মো. বাদশা জাহাঙ্গীর।

মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক মো. আবদুস সাত্তার এবং সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন আবুল কালাম আজাদ।

গোপালগঞ্জের কাশিয়ানির রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক নিত্যানন্দ রায়। যশোর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যাপক নার্গিস শিরীন।

বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ হয়েছেন নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আসাদুল আলম খান। খুলনার সরকারি এল বি কে ডিগ্রি কলেজের অধ্যক্ষ হয়েছেন নায়েমে কর্মরত অধ্যাপক খান রফিকুল ইসলাম।

খুলনার আজম খান বাণিজ্য কলেজের অধ্যক্ষ হয়েছেন খুলনার পাইওনিয়ার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …