নিজস্ব প্রতিবেদক:
পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে নাসরিন বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ২৮ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে দিঘাপতিয়া (মাঝপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাসরিন বেগম একই এলাকার জামাল উদ্দিনের মেয়ে এবং ফুলবাগান এলাকা জনৈক সজিবের স্ত্রী।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩ মাস যাবৎ নাসরিন তার বাবার বাড়ি দিঘাপতিয়া মাঝ পাড়ায় অবস্থান করছিলেন। এর মধ্যে তার স্বামী সজীবের সাথে পারিবারিকভাবে অনেকবার ঝামেলা মীমাংসা করার চেষ্টা করা হলেও কোনো কাজ হয়নি। এরই ধারাবাহিকতায় গতকাল ২৭ সেপ্টেম্বর সোমবার পুনরায় দুই পক্ষ মীমাংসায় বসলে নাসরিনের স্বামী সজীব আগামী রবিবার নাসরিন কে ডিভোর্স দিবে বলে জানান। কিন্তু নাসরিন স্বামীর সংসার করার জন্য শেষ বার সুযোগ চান। তার স্বামী কোন সুযোগ না দিলে নাসরিন আজ দুপুর দুইটার দিকে বাবার বাড়ির গোয়াল ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে মর্মে জানা যায়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …